************
গঙ্গাতীরে ঠাঁই বসে থাকা
গঙ্গাজলে ভেসে যায় মন
কীর্ত্তনের সুরে বাতাস মদির
অতৃপ্ত আত্মাদের অদৃশ্য ভিড়


এখানে ওখানে ছড়াছড়ি বসে
সাধুসন্তের দল মেতেছে উল্লাসে
রামায়ণের মধুর পাঠ হচ্ছে কোথাও
গঙ্গায় ভেসে যায় শ্রাদ্ধকারী নাও ।


দূর হতে শোনা যায় মন্ত্রপাঠধ্বনি
শশ্মানের অন্তরে বাজে মৃদঙ্গ খঞ্জণী
রাজা হরিশচন্দ্র আজো কী চণ্ডাল
হয়ে আছেন এখানে অনাদিকাল ।


গঙ্গাজলে স্নান শুধু পাপ মোক্ষণে
পূণ্যাক্রান্ত শরীর নৈবেদ্য নিরঞ্জনে ।



     ---০---


(১৯শে জুলাই, ১৯৮৩ - কাশীঘাট, বারাণসী)
(অনেক পুরনো লেখা -- নিজের কাছেই লাগে অচেনা)