*******
সাঁ-ই করে এক শঙ্খচূড়
চলে গেল পায়ের উপর
দূরে কোথাও উঠলো ডেকে নিশাচর পাখী
নিঝুম এ অন্ধকারে একাই দাঁড়িয়ে থাকি ।

আমাকেও কাছে ডেকেছে বৃক্ষ
ফুল লতা পাতা চাঁদ অন্তরীক্ষ
নিঃসীম সবুজে মিশে মন হারায় যে পথ
চাঁদের আলো বেয়ে নেমে আসে স্বপ্নরথ ।

জোনাকীর আলোয় যে মায়া ছড়ায়
তারি সাথে রাখী কে বেঁধেছে ধরায়
এ জীবন রয়েছে বাঁধা অনন্ত প্রেমের বন্ধনে
কে সে নিপুণ কারিগর থাকে অন্তরে নির্জনে ।

দিনান্তের লাল আলোয় যে মেঘ মিলায় আকাশে
ঊষার শিশিরে সেই সতত স্বপ্নীল মাধুর্য্যে ভাসে ।
              
              ----০----


(২২শে জুলাই, ১৯৮৯; আগ্রা)