*********

নিঃসীম এক অন্ধকারে ঢাকা চরাচর এই
কোথাও যেনো কোন আলোর উৎস নেই
চারদিক হতে শুধুই শোনা যায় নিরন্তর
হায়েনা শেয়াল বাঘ ও ভালুকের প্রেতস্বর ।

গভীর রাতে হঠাৎ ট্যাঙ্কের ধ্বনি কেন রাজপথে
ঘাতকের বুটের আওয়াজ আসে কোথা হতে
জাতির দূর্ভাগ্যের লিখন কারা এঁকেছে ললাটে
অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক হাত রাখে রাইফেলের বাটে ।

মধ্যরাতের অন্ধকার বেয়ে ওরা এসে থামে
সবুজ বাংলার মানচিত্র সৃজনী মহাপূণ্য ধামে
অনিচ্ছুক বুলেটের ঘায়ে নুয়ে পড়ে মহানায়ক
শিশু রাসেলের রক্ত মাখে হাতে কৃতঘ্ন ঘাতক ।

মহানায়ক মরে না কখনো, মরেনি শেখ মুজিবর
আলোর বন্যায় ভেসে যায় দেখো ঐ বত্রিশ নম্বর ।।

            ----০----