********

আগুন কি কেউ ভালবাসে
তবু আগুনরঙা জীবন আগুন নিয়েই আসে
বৃষ্টি খোঁজা মন পুড়ে পুড়ে খাঁক
কৈ বৃষ্টি, কৈ মেঘ ছাইগাদার পাঁক ।

মেঘের কথায় কি কাজ তবে
এই জীবনে মেঘের দেখা আর কি কখন হবে
সময় কবে কার তাই কি জানি ছাই
প্রান্ত দেখার ভয়ে নিজের কাছে মিথ্যে দোহাই

লাজুকলতার ডায়েরী খোলা থাক
যার যখনই সময় হবে একটু বাজাও শাঁখ
পুজোর বেদী রইবে পড়ে হয়তো নিরুৎসবে
হৃদয়পুরে বাজুক সানাই সুষম অনুভবে ।

আকাশপাড়ে ডাক পাঠালে মেঘ বৃষ্টি ঝড়
তুমিই দেখি থাকো জুড়ে সমগ্র অন্তর ।।

             ---০---


[২৭শে জুলাই, ২০০০; বারাণসী গঙ্গার ঘাট]