***************
সমস্ত চরাচর ভেসে যায় বৃষ্টিতে
কৃষ্ণ কালো মেঘে আকাশ আছে ছেয়ে,
শীতের হাওয়া বয়ে যায় নিভৃতে
একা সে বসে আছে পথপানে চেয়ে ।

নিঝুম চারিধার কোথাও কেউ নেই
নিঃসঙ্গ এক দোয়েল ভিজছে একাকী,
অনন্ত বিশ্ব জুড়ে সকলে কি অপেক্ষাতেই
একেলা এ ঘরে পলকহীন আজ অধরা আঁখি ।

চোখের পাতায় হিমেল হাওয়ার পরশ
কে এসে চুপি চুপি ধরেছে অনঙ্গ হাত,
নবোঢ়ার চুম্বনের মত শরীর অবশ
বিমূর্ত শিহরণে লোমহর্ষ - বর্ষণে মধুর এ রাত ।

অনঙ্গী অধরা বধূ হারিয়েছে মন আজি সুদূরে
বৃষ্টিভেজা পলকা শরীর আবেগে আকাশে উড়ে ।


            ----০----