************
দু'হাতে করুণা মেখে যায়
         সে চলে দিগন্তের পানে,
বেদনার বিহবল বিভাসে
          অতীন্দ্রিয় ভাবের টানে ।

আর কেন পিছু ফিরে দেখা
           আর কেন বৃথা ক্রন্দন,
মেখেছে সে সারাটি কপালে
         লুকোনো দুঃখের চন্দন ।

পলাশের রঙে যদি একান্তে
       বসন্ত বাহার গুণে থাকো,
শিউলীর হাতে শুধু একফোঁটা
         অনুরাগ নীরবে রাখো ।

একদিন ঠিক জেনো সবুজে
    শিশির মেখে উতল সে হবে
রৌদ্রস্নাত উষ্ণতায় ব্যাকুল
   বিহঙ্গ ধরণীর আঁচলে লুকোবে ।।


           ---০---