***************
যাবে চলে?  যাও, হোক যা সর্বনাশ
বর্ণীল মেঘের কুঞ্জে শারদ শুদ্ধতায়
এ মধ্যরাতেই দিলাম খুলে আকাশ
অন্তরে স্মার্তবোধের স্রোত বয়ে যায় ।

যাবে যদি চলে কিছুই যেও না রেখে,
কালের প্রবাহে মায়াগ্নি হবে অপসৃত
যাবার পথে ও ঘাসে স্মৃতিবিষ মেখে
দিনে দিনে সবই ঠিক হবে অন্তর্হিত।

অনপেক্ষ জীবনে এই বাসনা অধীর
আর্তনাদে অস্থিরতায় ক্ষুধার্ত আবেগে
সময় আছে কার  সানুনয় অঞ্জলীর
রূদ্ধদ্বারে অন্ধকারে রিপু থাক জেগে ।

জীবনের এত আয়োজন যাবে না বৃথা
যেটুকু মনের গভীরে-অনিন্দ্য আদৃতা ।।


           ---০---