****************
কখনো সে জানে নাই
কী তীব্র অভিলাষে তারে আমি চাই;
পড়ন্ত রৌদ্রের গায়ে জোনাকী যেমন মরে
আমারও তেমনই মরিবার সাধ তারি হাত ধরে ।

মেঘের আড়ালে থাকা চাঁদ
যেমনই অকস্মাৎ খুঁজে পায় উদ্ভাস-আস্বাদ;
আমারও তেমনই ইচ্ছে তীব্রতর
নদীর জোয়ারের মত বাসনায় মন জরজর ।

কখনো সে বুঝে নাই
চোখের গভীরে থাকা লুকোনো বিষাদের কাঁই;
কী অসম্ভব প্রার্থনা ছিল তার তরে
একান্ত নিভৃতে সুষুপ্ত অন্তরে ।

যে কথা হয়নি বলা সারাটি জীবন
কেন আজ সেই কথা উথলি উথলি ওঠে
          সাগরের ঢেউয়ের মতন !


           ----০----