**********
একরাশ বিষন্নতা নিয়ে চোখের ধারে
বসেছিলেম একা ময়ুরাক্ষী নদীর পাড়ে
নদী কি শুধুই এক নদী
স্রোতের টানে বয়ে চলা নিরবধি !


কে জানে সে কথা, কে জানে সেই ইতিহাস
এক এক নদী নিজের মতোই লুকোয় বুকের দীর্ঘশ্বাস
এপাড় ভেঙে ওপাড় গড়ে
অশ্রুজলের রুদ্ধ জোয়ার দু’পাড়েতেই আছড়ে পড়ে ।


অনন্তকাল বয় না কোন নদী
বুকের ভেতর জমতে থাকা আগুন পোড়ায় যদি
এক নিমেষেই খাঁখাঁ মরু – পদ্মা কঙ্কালিনী
রূপহারা এই নদীকে কি আমরা কেউ চিনি !


কালের তোড়ে হারিয়ে যায় পদ্মা, ময়ূরাক্ষী
বিষন্নতার ধূলি মেখে মহাকালের নীরব সাক্ষী ।।