********
গহনকালো অন্ধকারের পর্দা সরিয়ে
ধীর পায়ে শুভ্রকান্তি রূপমোহিনী এলে এগিয়ে
মাটির প্রদীপখানি অঞ্জলি যুক্ত হাতে -;
কী অপরূপ বিভায় শ্যামা জাগে আজ রাতে ।


এতো অন্ধকার জীবনকে জড়িয়েই রাখে
মন পড়ে রয় অহর্নিশ বিষয় বিষের পাঁকে
কোন বৃন্দাবনে শ্যামের বাঁশী যে ডাকে
বুকের ভেতর কে সে এসে ভক্তিরসে মাখে ।


আলোয় আলোয় আলোকিত হোক এই ভুবন
মোহন প্রেমের পূণ্য ছোঁয়ায় দীপ্ত হোক সবার মন
সত্য স্বরূপ জ্ঞানের আলোয় উজল হোক সকল হৃদয়
মিথ্যা নয়-হিংসা নয় -হোক সত্য ও প্রেমের জয় ।


সে আলোর পবিত্র ধারায় প্রাণ খুলে দিলে
অমৃত স্বরূপ মহাসুন্দর একান্তে নিভৃতে মিলে ।।