********
এইখানেই, ঠিক এই ঘাসের চাদরে
পড়েছিল ঋক,  রক্তশূন্য নিথর শরীর,
কেউ কি দেখেছিল ঊষাচ্ছন্ন প্রহরে
কারা ওরা হেঁটে গেছে দূর সমূদ্রতীর !


দিনান্তের আলোভাঙা পথে কে আসে
এ অবেলায় কার হাতে খোলা তরবারী,
নিরালম্ব চেতনার গভীরে আকণ্ঠ ভাসে
কোন সে অতীত, কে রে তুই হতচ্ছাড়ি !


সাদাকালো মেঘের আড়ালে লুকোনো
বৈকালিক চাঁদের মতোই অপসৃয়মান,
কী আবেশে জ্বালে আজো স্মৃতির ধুনো
শত ঋক ছড়িয়ে এখানে মাটি-ঘাস-প্রাণ !


সুশীল সমাজ কেন আজ স্তব্ধ নির্বিকার
শোকহীন প্রান্তর ঢেকে রাখে স্বপ্ন-খাদ
গন্তব্য নেই'তো, কত ঋক ঘাস হবে আর
যেতে যেতে প্রশ্ন করে রাতজাগা নষ্টচাঁদ !


              ---  ???????? ---