*************
একটুখানি ছোঁয়ার জন্যে
আঁকুপাঁকু হলেই মন,
হাত বলেছে - পাগল বুঝি
ছুঁতে নেই অমন !


দোটানা মন কেঁদেই মরে
সাঙ্গ হলো বেলা,
দিগন্তের ওই আকাশ জুড়ে
লালসিঁদুরে আলোর মেলা ।


এই অবেলায় অকস্মাৎ
হাতের ইচ্ছে জাগে,
মন তখনি বসলো বেঁকে
উদাস মেদুর রাগে ।


হাত দিয়ে তো হয় না ছোঁয়া
ইচ্ছে দিয়েই ছুঁয়ে রাখা
সাঁঝের আলোয় আবছা চোখে
অপূর্ণ এক স্বপ্ন আঁকা ।


     ***--***