*******
পা বাড়ালেই জল
            উছল নদী ছলাৎ ছল
এক নিমেষেই অথৈ নদী
         গভীর-মুখী নিরবধি ।


আর কতকাল তীরে বাস
         উতল হলে মেঘলা আকাশ
সপ্তডিঙা হারায় যদি পথ
             ঘরমুখী সে কোন -
      অভাগা ফেরাবে দ্বৈরথ !


হাত বাড়ালে হাত মেলে না
         রাত বিরাতে স্বপ্নকানা
একজীবনে আর কত ছল
        দীঘির জলেই টলমল ।


উষার গায়ে শিশির এঁকে
          বুকের ভেতর উঠলো ডেকে
কোন সে হতচ্ছাড়া বাঁশী
    বলছে ডেকে -
         ভালবাসি - ভালবাসি !!