*********
এভাবেই শুরু করেছিলাম
পায়ে হেঁটে পথ চলা - পায়ে পায়ে দিগন্তের দিকে
পৃথিবীর কিছু মুখ সাথেই নিলাম
একান্ত গোপনে কোঁচড়ে কিছু স্মৃতি, কিছু তাজা, কিছু ফিকে
যেতে যেতে পায়ে পায়ে
             জড়িয়েছে ধূলোরাশি, গাছের শেকড়
কত কাদা, কত শিশির,
             কত ঘাসের ডগা, কত পোকামাকড় ।


এভাবেই এক কাপড়ে বেরিয়েছিলাম
মা বললে - কিছু খেয়ে যাস বাপ - বেলা হল বলে
গিন্নি বাঁকালো মুখ - ঢঙ দেখে আরে বাঁচিনে'
তবু ঠিক কেন যে বেরোলাম জানিনে
কিছু মুখ অমৃতে রাখা, কিছু মুখ হলাহলে
তবু ঠিক এক ঊষার প্রহরে দিগন্তে পা রেখেছিলাম ।


আকাশ আমাকে করে নি হেলা
               মেঘও আমাকে টানেনি অন্দরে
রোদের উষ্ণতায় টান টান দুপুরবেলা
         সন্ধ্যার মায়াতে কখন অন্তর গিয়েছে ভরে ।
বুকের ভেতর ডেকে ঊঠেছিল কোন এক নি;সঙ্গ দোয়েল
ফিরে এসো ফিরে এসো বলে হয়েছে উদ্বেল ।


এমন বিবাগী বেলায় দিগন্ত ছুঁয়েছে যারে
সে অভাগা কী আর কখনও ঘরে ফিরতে পারে !