***********


ফিরে ফিরে চাওয়া পথে যেতে যেতে
হলুদে হলুদময় সর্ষের ক্ষেতে
দৃষ্টি অক্ষয়
তবুও সময়
থাকে না থেমে, অনিত্য, অব্যয় মন
ছুঁতে পারে কে কখন
দিবারাত্রি অকারণ উল্লাসে মেতে –
অজান্তে নিরন্তর ক্ষয়ে যেতে যেতে ।


কেন আর মিছে ফিরে যাওয়া,
কোথায় আছে কোন অনায়াস পাওয়া
নির্ভার ভাবনায়
অলক্ষ্যে সুখ চায়
মোহন প্রেমের মতো বেঁচে থাকা কিছুক্ষণ
দূর থেকে দূরে যায় একান্ত আপন।
আর কেন শুধু শুধু ফিরে ফিরে যাওয়া
বুকের চাতাল ভাঙে বৈশাখী হাওয়া ।


কে থাকে অপেক্ষায় অনিমেষ চোখে
আদিগন্ত ভেসে যায় উদ্বীপ্ত শোকে
অবারিত দিগন্তে
জীর্ণ বিটপী প্রান্তে
জেগে থাকা নির্ঘুম তক্ষকের মত
ক্লান্তিহীন ডেকে যাওয়া অবিরত
মিথ্যে সুখ-আস্বাদে নির্লজ্জ উৎসকে
পেতে চাওয়া বিভ্রমে বিষন্ন আলোকে ।


ফিরে আর যাওয়া নয়, অকৃপণ এ সময়
হাতে হাতে জেগে থাক আকীর্ণ বরাভয় ।


             <---০-->