********


অনাঘ্রাত চাঁপাকলি রঙমাখা মুখ
সঙ্গোপনে লুকিয়ে রাখা বেলী ছোঁয়া সুখ,
অঝোর বরষার মত চোখের ধারা
প্রজাপতি পাখনাতলে হারানোর তাড়া !


সুখের অপর নাম ছিলে তুমি একদিন
পরবাসী স্বপ্নে হঠাৎ হলে তুমি লীন
দূরন্ত ঝড়ে রেখে স্বপ্নবর্ণমালা
বৈশাখী মেঘের রঙে সেজেছিলে মেঘবালা ।


শরতের কাছে রেখে প্রাণের অদেয় ঋণ
বসন্ত উদ্বাস্তু অধীর, খরদাহে হয়েছে বিলীন
জীবনের পদে পদে অনন্ত দুঃখরাশি
নিরন্তর বুকে ধরে, মুখে অমলিন হাসি ।


সুনন্দিতা, তোমাকেই ধরে থাকা হেমন্তবিলাস
শীতের অমল কুয়াশায় মায়াবী অবকাশ ।