********
তুমিও কি অবশেষে ফেলে আসা দিন
অদেখা মেরুর মত শেকড়বিহীন
সূচাগ্র মেদিনী দিলে
অনায়াসে রাজ্যপাট মিলে
তবুও অমল সুখে বনান্তরে অন্তরীণ !


স্বাধিকার-সাধনা আর হয় না সাধন
চেনা জনপদে আজ অস্পৃশ্য ব্রাত্যজন
স্বপ্নের কাণ্ডারী যারা
উদভ্রান্ত পথহারা
বিজয়ের ঝাণ্ডা হাতে বর্ব্বর দস্যুগণ !


স্বাধীনতা, তুমি আজও অধরা বেদন
মানচিত্র জুড়ে দেখি কলঙ্ক অশোভন
অপেক্ষা অন্তহীন
অভ্র বিজয়ের দিন
চেতনার রঙে জাগে যুবা বৃদ্ধ প্রাজ্ঞজন ।


তোমাকে পেতে চাই একান্ত নিজের মত
স্বাধীনতা, তুমি আর কতদূরে, স্বপ্নাহত !


             <--০-->