*********

কেউ জাগেনি কোথাও চরাচরে,
সেই কাকভোরেই ছড়িয়ে পড়া
টুপটাপ গাছের হলুদ পাতারা
কী আকুল ঝরে পড়ে ঝরে পড়ে,
হেমন্তের এই উদাস নিশিভোরে ।


দিগন্ত ছুঁয়ে আসা দিনের প্রহরে
পথে, পার্কে, সাথীহীন বেঞ্চিতে,
হলুদ পাতাগুলো উন্মনা আছে পড়ে
ওরা ডাকে চুপচাপ কথাহীন স্বরে,
কেউ শুনতে পায় প্রাণের নিভৃতে ।


কে ডাকে কোথায়, কে যে শোনে,
তবুও কিছু কথা থেকে যায় অঙ্গণে
তিরতির কেঁপে কেঁপে শূন্যে ভাসে
সুদুর সমূদ্র  হতে কী বার্তা আসে,
একান্তে সে কথাটি রাখে সঙ্গোপনে ।


দিনের প্রহর বেয়ে সন্ধ্যা আসে নেমে
  ও প্রাণের হলুদ পাতারা
       কথা বলো আরো, কথা বলো
              শব্দহীন নিঃস্বরে
ঝরে ঝরে পড়ো অঝোরে
             যেও না, যেও না থেমে ।।


           -----------