০০০০০০০০০০০


বিনিদ্র আকাশ ফুঁড়ে
মাঝেমাঝে ছুটে আসে নক্ষত্র কণা অস্থির
অতর্কিতে ছু্ঁয়ে দেয় সহাস্যে
চিকণ ঘাসের নরোম শরীর,
চোখে চোখ লেগে থাকে এক পাহাড় দূরে
অত:পর হিমযুগ নেমে আসে
গলিত লাভার মত - বিনম্র অধীর ।


আদিগন্ত ডুবে যায় নিশ্ছিদ্র অন্ধকারে
বুকে বুক লেগে থাকে সকল সুষমা নির্বিচারে
জেগে থাকে অলক্ষ্যে পাথরের চোখ
বিষাদ কুয়াশা ঢাকে সমূহ নক্ষত্রলোক ।


দিনের অমিত আলোয় ঘুম ভেঙে গেলে
জেগে উঠে চরাচর,
মোহন শিশিরবিন্দু জ্বলে ঘাসের আগায়
কেউ কী নিরুচ্চারে পাথরেরও ঘুম ভাঙায়
নীরবে নিভৃতে স্বরহীন শব্দ জ্বেলে
অনন্তঃ ঘুমে তবু ডুবে থাকে এক শব্দের কারিগর
স্বপ্নশব্দ পড়ে থাকে স্পর্শহীন অবহেলে ।


উদ্ভ্রান্ত উন্মনা মেদুর বিষন্ন বাতাসে
সুদূর প্রান্ত হতে কার কান্না ভেসে আসে,
জলের স্রোতের মত শব্দশব কলকল ছুটে যায়
বিষাদের গাঢ়কণা মমীবৃত
                           শরীরের কানায় কানায় ।।


                       ০০০০০০০০