***********


সারাক্ষণই মনে হয় -
শুধুই কি মনে হয় ? হয় বৈকি – হয় ।
মনে হওয়ার সাথে জড়িয়ে থাকে
কুসুম কুসুম ইচ্ছেডানা -!
চোখেমুখে বেভুল স্বপ্ন কী আনমনা !


কখনো কোন নিশিরাতে ঘুম থেকে
ডেকে তোলে পরিযায়ী শব্দমালা –;
কবেই ভুলে যাওয়া কোন প্রেক্ষিত –,
হাত ধরে টানে – অধরা সে চঞ্চলা ।
বলে- ‘ওঠো আমায় ধরে রাখো,
তোমার শত বর্ষের পুরনো ওই ছেঁড়া খাতায়’ ।


শুনেও আমি চুপচাপ শুয়েই থাকি
ভাবতে থাকি সে আমার ঘুমের ঘোরে কোন স্বপ্ন ।
আমার পুরনো কবিতার খাতা চনমনিয়ে ওঠে
আমার কলমও দাঁড়িয়ে পড়ে এক কামজ উত্তেজনায় ।
আমি নিঃসাড় পড়ে থাকি একা স্বপ্নহীন বিছানায় ।।


অধরা শব্দাবলী বিমর্ষ হতে হতে
মিলিয়ে যায় আকাশে –
আকাশে কি –? জানিনা নাতো ঠিক ।
কখনোই হয় না জানা –
ওরা এসেছিল আমারই কাছে
পথ ভোলা কোন শ্রান্ত পথিক ।।


        **--০--**