_______________


সভ্যতার ছোঁয়া বিহীন কোন এক অসভ্য জনপদ
এই একবিংশ শতাব্দীর বিষময় পটভূমি যেন
সেখানে কোন ভালবাসা নেই, প্রেম নেই
সততা নেই, সুশ্রষা নেই, মমতার রেশটুকুও নেই
নেই মানুষেরও ক্ষীণ মানবিকতা বোধ ।


সেখানেও আছে তবু কিছু স্বপ্নের মায়াবী জোনাকী
ওরা একটু স্কুলে যেতে চায়, ওরা পড়তে চায়
ওরাও লেখাপড়া শিখে সভ্যতার ললাটে
আঁকতে চায় সামনে এগোনোর শুভ্রতিলক
ওরা এগিয়ে নিতে চায়
অন্ধকারে ডুবে থাকা দেশটাকে আলোর দিকে


দিনের পর দিন, বছরের পর বছর
এই জনপদ অন্ধকারেই ছেয়ে আছে –গহীন অন্ধকার !
ছোট ছোট হাতে যেই কলম ঝলসে ওঠে
অন্ধকারের প্রেতেরা তাই দেখে ভয়ার্ত হয়ে
ওই ছোট ছোট শরীরগুলো
হাজারো বুলেটে ঝাঁঝরা করে দেয় !
ওরা আলো চায়না, ওরা ডুবিয়ে রাখতে চায়
সমগ্র বিশ্ব অসভ্য এক অপধর্মের কালো ছায়ায় ।


ওই ধর্মের প্রেতাত্মারা জানেনা,
ওই ছোট্ট শরীর হতে ছলকে পড়া তাজা রক্ত
আগুন জ্বেলেছে আরো লক্ষকোটি শরীরে
সেই আগুনে ঝলসে উঠবে সারা জনপদ একদিন
ভরে যাবে আলোয় আলোয় সমগ্র প্রান্তর
সেই সোনালী দিন কিন্তু আর খুব দূরে নয় ।


প্রিয় মালালা,  আলোর পিয়াসী কিশোর কিশোরীর দল
তোমাদের হাতের মশালটি আরেকটু উস্কে দাও
তোমাদের কন্ঠে আনো আরেকটু প্রত্যয়ের সুর
তোমরাও জানো, আমরাও ঠিক জানি –
গহন রাত্রির পর সপ্রাণ ঊষার আলো আসে সারা উপত্যকায়,
তোমরাও দেখো, ওই প্রেতাত্মাদের শেষ দিন সমাগত প্রায় ।



                      ______০______