অনাহত রামধনু খোলা মাঠে চিৎপাত
কার ঘরে কাটালে গো পৌষের রাত !
মাঠেরও আছে কিছু গোপন কারুকাজ
চোখেমুখে পৌষের বৈরাগী সাজ !


কাঠাফাটা দুপুরে আদিগন্ত মাঠ
ছুঁয়েছে তোমার অনল – সঘন পাঠ;
রুদ্ধদ্বারে মৌমাছিরা নিবিড় নিরূপম
মধুপর্ক শেষ হলে ভৈরবী হারায় শম !


এখনো রোদের গায়ে উষ্ণতা পেলে
চোখে চোখে কথা হয় প্রদীপ জ্বেলে
মুগ্ধতার কুয়াশাটুকু বিছালে আঁচল
মায়াবতী, দেবে নাকি তৃষ্ণার একটুকু জল !


সে জলে ও কি ভেসে যাও তুমি মায়াবিনী
জনমে জনমে ও মায়ারাক্ষুসী
                           তোরে ঠিক চিনি ।।


                      ---০---