***********


যাও বৃক্ষ, হও তবে
                    এইবেলা অন্তরীক্ষ মন
তোমারই ছায়াতলে পাতি অর্ঘ্য, শবাসন ।


দাও এই হাতে
                 যজ্ঞের ছাই, তুষের অনল
দিগন্তে মেলে দিয়ো রক্তজিহ্বা, হলাহল ।


এঁকে দাও মেঘে মেঘে
                 বিদ্যুৎকণা, দু:খ-অশ্রুনদী
শব হয়ে পড়ে থাকি তারই বক্ষে, নিরবধি ।


তাহাদের হাতে দাও এই
                     শবসারি, রক্ত-অশ্রু-সুধা
ঐ বুকে আজন্ম লালিত ঘৃণা, রক্তের ক্ষুধা ।


শূন্যহাতেই যাত্রা নিশ্চিত
                         ডাক আসে যদি, ও-বিহঙ্গ
মহাকাল রুদ্রহাস্যে বিলোল কটাক্ষে, কী-অনঙ্গ !


যাও আকাশ,  হও তবে
                       এইবেলা বোধিবৃক্ষ, নিরেট প্রস্তর
মানুষের বাসযোগ্য নয় এ পৃথিবী আর, লাশকাটাঘর !!


                    ***--০--***