_______________


‘কী যে ছাইপাঁশ সব লিখো
কে পড়ে ওসব’ --!
দিনরাত ভেসে আসে কানে
বাম কান ফুঁড়ে ডান কানের
জানলা দিয়ে ছুটে বেড়িয়ে যায়
তীব্র তীক্ষ্ণ বাক্যবাণ
উত্তপ্ত শিসার মতই ফালাফালা !


বিদীর্ণ হতে হতে হৃদয় নামের অভাজন
শিখে গেছে কিভাবে কতখানি
বেদনা ধারণ করতে হয় ,
কতখানি ফালাফালা হলে তবে
রক্তের স্রোতের মতো প্রসবিত হয় কবিতা !


শব্দেরা নানা রঙের আয়োজন নিয়ে
ছড়িয়ে যে পড়ে বিছানার নীচে
লুকনো ত্রস্ত খাতায়
ওদের কী
কোনোভাবেই কবিতা বলা যায় !


নিজেই তো জানিনা তা’
তবুও কী আনন্দমায়ায় নির্মোক,
ওরা সেজেগুঁজে কাছে আসে,
নবোঢ়া বধূর মতই – হাত ধরে ডাকে
না’বলা দু:খের মতই কতটা,
চুপিচুপি হাতে হাত রাখে
ক্ষুধাতুর চোখে রাখে কামার্ত চোখ
প্রশান্তির অমল বিন্যাসে !


         ---০---