*********


এক জীবন পার হয়ে এসে
গঙ্গাতীরে উবু হয়ে দু’হাত জলে,
চোখের তারায় তারায়
         আজও কী অনায়াসে
ফেলে আসা শৈশব টিমটিম জ্বলে !


এক জীবন মানে কতকাল, কতটি বছর
কতখানি দহন ও স্বপ্ন জুড়ে দিলে পরপর
জীবন গড়ে ওঠে, জীবন বয়ে যায়
কে জানে সেই গোপন
                   সুষমাকে জীবনকলায় ।


কতখানি দুঃখ পেলে সুখ আসে হাতে
কতফোঁটা সুখের পর দুঃখজাগা রাতে,
তবুও দু’হাতের শিরা বেয়ে স্মৃতি সরীসৃপ
জলে, ঢেউয়ে ঢেলে দেয় লুকোনো প্রদীপ !


জীবন পায়ে পায়ে
             হেঁটে যায় শিশিরে শিশিরে
এ দেহ, রক্ত মাংস- জল হয়ে
             মিশে যায় জলেরই গভীরে !