_____________


সকালে ঘুম ভেঙে দরজা খুলে দেখি, প্রাণ
তুমি এসেছিলে, রেখে গেছো শিশির মাখানো
কিছু শিউলীর সাথে একফালি অভিমান
খুব আলতো নৈপুণ্যে রয়েছে পাকানো,
সেই শিউলীমাখা অভিমানগুচ্ছটি নীরবে
যত্নে রেখেছি তুলে দেরাজের গোপন টবে ।


জানি একদিন সেই লুকোনো টবে
অনামী এক মহাবৃক্ষ জন্ম নেবে
সেই বৃক্ষের কী নাম হবে, কি নাম ?
সে তবে -প্রেম,  বৃক্ষের নাম রাখিলাম ।


আবার কোন একদিন ঊষার মোহন প্রহরে
তুমি যদি আসো শিউলী সাজানো ঘরে
তুলে দেবো তোমার মেহেদী রাঙা হাতে
এ প্রেম, আমি জানি কি হবে তখন, কী হবে !
আনত মুখের উপর পলকে ঝলক বৃষ্টিপাতে
দিনের প্রথম সূর্য অবাক তাকিয়ে রবে ।


আমিও রেখে এসেছিলাম শাওনের শেষ
কিছু মলিন বিষন্নতা তোমার চৌকাঠে,
তোমার যদিও কোন দায় ছিল না বিশেষ
কিছু ভুল মেখে এঁকে দিলে আমারই ললাটে;
আমি তবু ভুলগুলো তুলে রাখি বুকের ছায়ায়
যদি কভু ছুঁয়ে দাও প্রেমার্ত সুখের কামনায় !


           ----০----