_______________


অনুপম ঊষার আলো পড়েছে  শিয়রে
নীল প্রজাপতি এলো কি এখনিই ঘরে,
জানালার ধার ঘেঁষে একফালি রোদ্দুর
সারাটিঘর জুড়ে সোনালী আভা ঝুরঝুর
ছুঁয়েছে আধোঘুমের এলোমেলো প্রিয় চুল,
ঘুম থেকে জেগে ওঠা হবে কি এক ভুল !


সারা রাজপথেই আগুনের মরণ খেলা
মানুষের মুখ অচেনা কিম্ভূত এ দহন বেলা
আগুনখেলাই ভালোবাসে ঐ শকুন-দঙ্গল
আকীর্ণ জনপদ হিংস্র নির্মম হায়েনার দল
ঘুমের ভানে এমন দিনে জীবন তবু বাঁচে
কে জানে কোন খুনীর হাতে
                            মৃত্যু লেখা আছে !


জঠর টানে ওই আগুনে রাজপথে
                 সারাদেশ আজ মরণফাঁদ;
প্রিয়মুখ বুকে ছবি হয়ে থাকে–  
               পথে পথে মৃত্যু দেয় সাথ ।


                    ০০০০০০