**********


পথের দুপাশে পরিকল্পিত শাল গাছের সারি
পাতায় পাতায় নবযৌবন উপচে পড়া আলো
এই বেলা নয় পথেই  কাটুক, কাঁদুক একেলা বাড়ী
শালবৃক্ষতলে এই আনন্দ উৎসব, সেই তো ভালো !


আগুনের খেলাই খেলেছ তো সারাটি জীবন
শোধ নিয়েছ পুড়িয়ে পুড়িয়ে মহাকালের শরীর
স্বার্থের অন্ধকারে দোদুল মায়ায় প্রতিক্ষণ
বিদ্বেষের ঘেরাটোপে সাজিয়েছ পাপদগ্ধ নীড় !


এবেলা নয় শূন্য হাতে পরিত্যক্ত ভিখিরির মত
বৃক্ষতলেই পাতো অনিশ্চিত প্রস্তরযুগীয় সংসার
কপর্দকহীন বৈরাগ্যের স্বাদ নিতে পার অবিরত
সাধ যদি হয় বাউল বেশে একবার পথে নামার !


ঘাসের শরীরে মধুর শয়ানে মাটির গভীরে কান
ঘুচে যাক যত বেদনার দিন - জুড়াক তপ্ত প্রাণ ।


                 -------০০০------