******


যে আকুল প্রার্থনার গল্প
তুমি শুনিয়েছ এতকাল বুক ফুলিয়ে
আজ উন্মুক্ত সভায় শকুন ও শেয়ালের দল
প্রকাশ্যেই হাটে হাঁড়ি ভেঙ্গে দিয়ে বলে গেছে
তোমার দ্বিচারিতার  সঙ্গোপন ইতিবৃত্ত ।


মুখোশে লুকানো মুখ টিকে না বেশি দিন
কথাটি অজানা নয় তোমার কাছেও
তবুও পুবের আকাশে আলো ফোটার কাল হতে
নিশিরাত অবধি মুখ লুকিয়েছ  
কড়া প্রসাধনী মুখোশের আড়ালে ।


শোকের যে আগুন মানুষের বুকে বুকে
তুমি জ্বালিয়ে দিয়েছ একান্ত অবহেলায়
একই দহন এখন তোমার বুকেও
একই তিমিরে ছেয়েছে তোমার আকাশ
স্বপ্নেও ভাবো নি কখনো দর্পের দাপটে ।


মেঘে মেঘে কেটে গেছে অপ্রাপ্য সুদিন
দেশ মাটি মানুষের কাছে রইল
                           তোমার আকণ্ঠ ঋণ ।