-----------


এই নিশুতি মধ্যরাতে একা পথচলা -
দিগন্ত ভেসে যায় মায়াবী জোৎস্নায়
পলকে হাতের পাতায় নেমে এসে চাঁদ
পাগলী প্রেমিকার মতো চুমু খায়, চুমু খায় !


হঠাৎ থমকে রাত ঈর্ষায় আরো কালো হয়
আবেশে ডুবে যেতে যেতে জোনাকীর ছায়া
একে একে নক্ষত্ররাজি হারালে কক্ষপথ
আনে কোন সুদূর হতে কী মোহন মায়া  !


দীঘির কালো জলে ছায়া হয় দীর্ঘতর
নিশাচর পাখিরাও ডেকে ওঠে কী আর্তনাদে
কেউ কোথাও নেই - যেন নিঝুম চরাচর
আসমূদ্রহিমাচল বিবর্ণ হয় কী গভীর বিষাদে !


ও চাঁদ,  সরাও এবারে তোমার আকুল শরীর;
সারা প্রান্তরে আগুন খেলা,
                         বিশ্বাস ভরসা সব চৌচির ।


                  ---০---