--------------------------------


মেঘভাঙা চাঁদের আলো ছড়িয়ে ওই মুখে চোখে
ভাবে জরজর মন ভাসে সে কোন আনন্দলোকে
বানভাসি জ্যোৎস্নার রঙে আকুলিত সারা প্রান্তর
কী আবেশে সেক্ষণে উথালপাথাল হৃদয়প্লাবী ঝড় !


শিউলির পেলব কোমলতা সারা অঙ্গে মেখে
গভীর নিশীথ অন্ধকার মধুরে মধুরে ঢেকে
মোহন সুবাসে এনেছো হঠাৎ সুখের ক্ষণিক প্লাবন
ভালোবাসা কি এরই নাম, কখনো জানে নাই মন ।


কী গভীর দীঘি বয়ে বেড়াও দুটি আয়ত আঁখিতে
সে জলে সদাই ডুবে মরি আমি বর্ষা গ্রীষ্ম শীতে,
তুমি জান নাই কী আবেশে তুমি ভরেছ আমারে
ডাকো নাই কাছে কভু, তবু তো পেয়েছি তোমারে ।


মনের গভীরে তোমার প্রতিমার রূপ অক্ষয় হয়ে আছে
ভালোবাসার সুখটুকু আজো অতল প্রাণের পরশে বাঁচে ।।