--------------------


শুধু তোমার জন্যে সেই সাতসকালেই
জানালার পর্দা তুলে বসে থাকা অপেক্ষাতেই
দরজাও আধখোলা, আকাশ উপচে আলো
কোথাও বজ্রধ্বনি, কোথাও বিদ্যুৎ চমকালো !


বিদ্যুতের কণাগুলো হাতে তুলে নিলে
একনিমেষে আগুন জ্বলে সারা শরীর জুড়ে
একেলা এক সারস পাখি হাঁটে বুকের ঝিলে
আনমনা সুখ খুঁজে খুঁজে যাচ্ছে উড়ে দূরে ।


তোমার জন্যেই দূরপাল্লার ট্রেনটি হঠাৎ থামে
কারণ ছাড়াই দু’একটা যাত্রী হয়তো নামে
আর সকলে অবাক হয়ে কারণ খোঁজে থামার
আমি কি বলতে পারি, তোমার সময় হলো আসার !


তোমার জন্যেই একলা ঘরে আতশবাজির খেলা
সে তুমি আর বুঝলে নাতো,  সারসটি একেলা ।


                 ---০---