-------------------


এ পাড়ার আজাদভাই, ও পাড়ার কালুমামা
সওদায় পথে ঘোরে, কোঁচড়ে পেট্রলবোমা
এ পার্টি দেয় দশ তো - ও পার্টি দেয় বিশ
হাতের আড়ালে বোমা, আহা করে নিশপিস ।


কে কত ভাগ পেল, কার কত ক্ষমতা
কার আছে জনগণ, কলরোল কথকতা;
চারশ’ ছয়শ’ ভাড়ায় জনগণ মিছিলে
শ’দুয়েক বেশী দিলে নেতাও ভাড়ায় মিলে ।


ভাড়াটে নেতাদের ছাপানো ভাষণে
উত্তাল সে ভূয়া-জনতা মিডিয়ার সামনে ;
ওরা কারা বাসে দেয় পেট্রলবোমা ছুঁড়ে
কারা ওরা অস্ত্র হাতে 'রাবের' সাথে ঘুরে ।


কারা দেয় উসকানি সাধারণ মানুষেরে
কারা ওরা পথে নামে অস্ত্রের সম্ভারে;
শকুনে ও শেয়ালে বেসামাল সখ্যতা
ভাড়াকরা জনগণে দেখালে কী একতা !


এদেশের জনগণ বোকা নয় জানোতো
সাক্ষী আছে একাত্তর সে’কথাটি মানোতো !


                    **০**