ফিরে তাকাতে তো চাই নি আমি
তবুও ছাই এই দৃষ্টি অচল,
পোড়া দেশে চারিদিকে শুধুই আগুন
কোথা পাই একটুকু জল ।


বাসে আগুন, ট্রাকে আগুন
মানুষের শরীরে আগুন দাউ দাউ
পেটের দায়ে বেরুনো মানুষ
ওদেরই চামড়া পুড়ে তোমরা খাও!


সবুজ, শ্যামল সোনার এ বাংলা
আগুনে পোড়ায় যারা
কালের গর্ভে বিলীন হবে একদিন
এমনই চলে অনন্তঃ ধারা ।


মায়ের কান্নায় আকাশ ভারী
পুড়ে ছাই মানবতা,
লাশের পরে লাশ সারি সারি
এই বুঝি স্বাধীনতা !


জাগুক কৃষক, জাগুক শ্রমিক
জাগুক বাংলার জনতা
ঘরে ঘরে হোক শুদ্ধি অভিযান
গড়ে তোল মুক্তির একতা ।