একের পরে এক সূর্য্যের আলোর মত প্রাণ
অন্ধকার বিলাসী ধর্মলেবাসী হন্তারকদের চাপাতির ঘায়
নিভে যাচ্ছে, নিভে যাচ্ছে - পথপ্রান্তে নিস্প্রাণ
নেভানো হচ্ছে সুচতুর পরিকল্পনায় ।


সারা পৃথিবীজুড়ে এই লাম্পট্যের নগ্ন উন্মাদনা
মৌসুল থেকে বামিয়ান, লাহোর থেকে সোমালিয়া
এই মহান্ধকারের যাত্রার শুরু সেই কোন
কৃষ্ণগহ্বরের উৎস থেকে -কোন ইতিহাসবিদ খোঁজেনি কখনো !


বন্যার জলের মতোই অন্ধকার খুব দ্রুত ছড়ায়
কত সভ্যতার নিদর্শন চুরমার করে লজ্জাহীন
কত আলোর দিশারী যুগে যুগে এই অন্ধকারের ছায়ায়
হয়েছে অপদস্ত, নিহত, তা' আজ পরিসীমাহীন !


ইবনে আরাবী থেকে হুমায়ুন আজাদ
রাজীব, শফিউল থেকে অভিজিৎ, কত হাজারে হাজার
মানব সভ্যতার ইতিহাস জুড়েই
সেই একই কৃষ্ণদৈত্যের কালো থাবার উন্মত্ত শিকার  !


সোনার বাংলার জনপদটুকু জুড়ে আজ
সেই অন্ধত্বের কালো থাবা চাপাতি হাতে
ধর্মের লেবাসে ঘুরে বেড়ায় - কালো বোরকার সাজ
ভিনদেশে দাউদ তসলিমার বিমর্ষ দিন কাটে বেদনাতে !


অভিজিতের তাজা রক্ত আজ দিচ্ছে অভিশাপ
হুমায়ুনের আলোকিত রক্ত দিচ্ছে অভিসম্পাত
দাউদ তসলিমার কাতর হৃদয়ের মনস্তাপ
পুড়িয়ে দিক, জ্বালিয়ে দিক কৃষ্ণদৈত্যের কালো হাত ।।