------------------------


কোকিলের ডাক শুনে মুগ্ধ হবার দিন আর নেই
বিশেষ স্বার্থ চরিতার্থ করার মানসে
এখন শকুনেরাও কোকিলের সুরে ছদ্মডাকে
জনপদ মোহিত করার অপচেষ্টায় লিপ্ত উল্লাসে
সেই মীরজাফরের বিশ্বাসঘাতকতার কাল থেকে
এরপর পদ্মা যমুনা মেঘনা বেয়ে কত জল, অশ্রু
কত রক্ত, কত লাশ গড়িয়ে গেছে - জানে না কেউই।
শকুনেরা কখনো শেয়াল সেজেছে, কখনো বিষধর সাপ
মোসাহেবী কায়দায় ধর্মের লেবাসে ঢেকে রাখে
                                      নষ্টজন্মের পাপ ।


সেকুলার মূখোশ পড়ে চাপাতি কোঁচড়ে ঘুরে
এই জনপদে আজ বিষাক্ত সাপ ও নির্লজ্জ শকুন
আকাশে বাতাসে অহর্নিশ পাশবিক ভাইরাস ওড়ে
স্বাধীনতার গায়ে ওরা এঁকে দেয় গাঢ় ব্যর্থতা
জনতার কাতার শুধু সং সাজা বোবা ক্লাউন
রাজনীতির অঙ্গণে ছাপোষা সুবিধাভোগী কথকতা ।
সবুজে সবুজে আজ বিধ্বংসী শকুনেরই আবাস
ঘাস, বৃক্ষের বুকেও আজ নির্মম হত্যার ত্রাস
মেঘে মেঘে অবিশ্বাসের তীব্র এসিড ছড়ানো
এই জনপদ আর মানুষের বাসযোগ্য নয়
                        অভিজিৎ - বোঝনি কেনো !!