__________


স্বপ্নের সরণী ধরে কিছুদূর, আরো একটু যাও,
কিছু কি দেখতে পাও ?
মুখ থুবরে পড়ে আছে অচেনা জীবন;
বাঁচতে কিন্তু চেয়েছিল সে, প্রাণপণ ।


রক্তের ফেনিল ধারা ধূলোয় মাখামাখি,
সকলেই নীরব দর্শক, বন্ধু বলে কারে ডাকি !
সবারই আড়ষ্ট হাত, স্তব্ধবাক, অচল,
অশ্রুভার, হাহাকার পৌঁছয় না কোথাও, ওসব নিস্ফল ।


ধূলোয় গড়া প্রাণ ধূলোয় গড়িয়ে যায়,
কোথাও কি কেউ ডেকেছিল তারে গাঢ়স্বরে, আয় আয় !
সহস্র রজনীর পথ পেরিয়ে তবে কেন মিছে আসা,
কি নাম দিবি তোরা এর, ভালোবাসা !


ভালোবাসা, ভালোবাসা মিশে যায় মায়াবী ধূলায়,
স্বপ্নের সরণী বেয়ে অপাঙ্গে হেসে জীবন চলে যায় !


                     ----০----