_________
আর কত আলোকবর্ষ পার হয়ে গেলে
এই পৃথিবীর মানুষেরা হয়ে উঠবে সত্যিকারের মানুষ
হিংসা, বিদ্বেষ ও নিষ্টুরতাকে ঝেড়ে ফেলে
শরীর মন হতে, হবে আত্মমগ্ন সভ্যতার অখণ্ড আবলুস ।


মুখোশে মোড়ানো নকল সুবিধাবাদী মেকী নয়
নিখাদ সোনার মতই সততার প্রতিমূর্তিরূপ,
ধৈর্য্যে স্থৈর্য্যে সহনশীলতা ও ভালোবাসায় অপূর্ব অব্যয়
সুন্দরের আলোয় মূর্ত, মধুরে উন্মন স্বার্থহীন স্বরূপ ।


ক্ষমা ও ধৃতি মাঝে জীবনের সম্যক সত্য সাধনায়
মানুষকে যে করে তোলে মহামহীয়ান;
বিপন্ন মন আঘাতে, রক্তপাতে, বঞ্চনা ও ছলনায়,
শরীরে পুষে রাখা পশুর ঘৃণ্য স্বভাব মনুষ্যত্বের অপমান ।


বিধাতা দিয়েছেন উন্মুক্ত আকাশ, গভীর সমূদ্র, সবুজ বনাঞ্চল
তাই দেখে হতে কি পারি না উদার, গভীর, ক্ষমাশীল অচঞ্চল ।


                 ---0---