হাতে দিলে জল   কলবল কলবল
          মন ছু্ঁয়ে দেয়া সুর
ভরাট নদী তল   কলকল কলকল
          দিগন্ত ছাপিয়ে দূর ।


আলোকবাহারে   নীরবে চুপিসারে
          স্বপ্নেরা হয় লুণ্ঠিত
আমোদবিহারে    সুখের অভিসারে
           হৃদয় নয় কুণ্ঠিত ।


ঊষার আলোকে  আঁধারের শোকে
           বেদনাবিহীন মন
শুদ্ধ অমৃতলোকে   চিত্ত দুল্যোকে
           অভয় আনন্দশরণ ।


শুকনো শিউলীমালা সতেজ
            আজো মনের গহীনে,
অলক্ষ্যে বাহিত জীবন রয়
            পড়ে শরতের দিনে !


              -----০----