_________


বনপলাশের আগুনে পুড়ে যেতে যেতে
এঁকেছিল মৃত্যু দু'চোখে দিগন্ত ছাপিয়ে ওঠা ঘাস;
ভূমিতলে অজ্ঞান হয়ে রয় শবাসন পেতে
কে জানে, কার চোখে কে কখন দেখে সর্বনাশ !


এভাবেই অকস্মাৎ একদিন
সীতাগড়ের অচেনা রহস্যাবৃত আলো আঁধারিতে
এক ঝটকায় করে অন্তরীণ
কী মরণ, মরাল গ্রীবার চুম্বকে শুষে নিতে নিতে !


ডালে বসে সকৌতুকে দেখছিল যে পাখি
সেও উঠেছিল জ্বলে দীপশিখার মতো,
আগুনে আগুন শরীর দিয়েছিলে ঢাকি
সে আগুন নিভেনি আর- সুখদহন অবিরত !


দহনে দহনে তাই বনপলাশের আগুনমাখা রঙ
সে আগুনে কে পুড়ে কখন, কেউ কি জানে !
কখনো পুড়ে মন, কখনো বা উন্মত্ত রূপের অহং
পুড়তে পুড়তেই সে অনিবার গহন গভীরে টানে !


সারাটি জনম পুড়িয়ে আরো কি কিছুই আছে বাকী;
সুনন্দিতা, মেঘাবৃত সরোবরখানি যদি দাও--;
                  এ পোড়া শরীর দু'দণ্ড চুবিয়ে রাখি !
                    
                --------০--------