ধর্ম তোমার আগুনে পুড়েছি,
মানুষ নামের চিতা।
নিজের স্বার্থে কায়েম হয়েছি,
ভুলেছি কোরান গীতা।
হিংসার নামে রক্তের হোলি,
ধর্মের গোঁজামিলে।
বদনামে ডুবে রোজই পবিত্র
কবি চড়ে যায় শুলে।
আমাদের ঘরে লেগেছে আগুন,
পুড়েছে ধর্মধ্বজা।
আকাশে আজকে রক্তের নেশা,
ধর্মের ভেরি বাজা।
রোজ ফুটপাথে গোঁগায় ক্ষুধারা,
আমি ধার্মিক চুপ।
ধর্ম নিয়ে যদি কথা বলো,
দেখাবো আসল রূপ।
হিন্দু হলাম কিবা মুসলিম,
ধর্ম আমার সব।
অধর্মীদের রক্ত পেলেই,
থামে যত কলরব।
সবার আগেতে ধর্ম সত্য,
মনুষত্ব নাই।
নালিশে তোমার মুখে কালি দেব,
অথবা চিতার ছাই।"