সুপর্ণা, যখন ভরা বিকেলের আঁজলা ভরা হলুদ রোদ তোমায় এসে ছোঁয়,
তখন সে রোদে মিশে থাকে আমার বিরহকাতর প্রেমের উত্তাপ।
যখন তুমি রাতের আকাশে সময় কাটানোর অছিলায় , তারার মাঝে আমায় খোঁজো,
জানো , তখনো আমি চাঁদের গায়ে তোমার নামে কলঙ্ক মাখি।
শারদীয় শিশিরের ঠোঁটে একপ্রস্থ পাগলামি নিয়ে তোমার ঠোঁটের উষ্ণতা খুঁজে বেড়াই নিশুতির গভীরে।
একছত্র প্রেমের কবিতা , দুরন্ত স্কাইস্ক্র্যাপারের পিছুটানে অহর্নিশি বুক থেকে মুখে ছুটে বেড়ায়,
আর, এক পৃথিবীর অপূর্ণতা আমার সমস্ত টাকে গ্রাস করে নিমেষে।
হঠাৎ করেই তোমায় "সুনীল"-এর বরুণা ভাবি,
আর তুমি বৃষ্টি হয়ে আবছা চোখে নদীর ওপার থেকে হাত বাড়িয়ে ডাকো আমায়।
তবু তুমি আমার "বনলতা" হতে পারলে কোথায়?


সুপর্ণা, এখনো বিকেল আসে, এখনো বৃষ্টি ভিজি,
এখনো কবিতারা ছুটে বেড়ায় তোমার কথা না রাখার কুলুঙ্গির গোপন অতলে।
শুধু প্রশ্নেরা তোমায় ছুঁতে চাওয়ার অছিলায় বিকেলের ঢেউয়ে তোমায় খুঁজে ফেরে দিনান্তের অন্তিমে।