দাদা একটা চাকরী হবে দাদা?
পাশ আছে অনেক, এই যে দেখুন সার্টিফিকেটগুলো,
এই যে দেখছেন এটা পেট, বিধাতা নিজ হাতে এখানে সীল মেরে দিয়েছেন,
এই দেখুন সার্টিফিকেট, একদম বিশুদ্ধ,
দাদা চাকরিটা আমার অনেক দরকার, পাশ আছে অনেক,
এই যে আমি হেটে হেটে এদ্দুর চলে এলাম,
তারুন্যের তৃষ্ণা নিয়ে বুকে, তারুন্য হারিয়ে, উঠে এসেছি সব পিছে ফেলে একটা চাকরির আশায়,
সে আপনি চিন্তা করবেননা পাশ আছে অনেক,
বাবাকে কথা যে দিয়েছি চাকরীটা এবার পাবোই পাবো,
বাবা সে কি খুশি হবেন জানেনতো?
সেই তপ্ত রোদ থেকে এসছি দাদা, ধুলো-বালি সব রেখে এসছি,
বিশ্বাস করুন একটুও কাঁদিনি আজ দশ বছর,
চোখে জল শুকিয়ে গেছে কিনা,
দাদা চাকরীটা আমার খুব ই দরকার,
লাঞ্ছনার খানা খেয়ে বিদ্যে সব ভুলতে বসছি যে,
গঞ্জনার ভুষনে আর থাকতে চাইনা যদি চাকরীটা দিতেন,
অরুনীমাকে কথা যে দিয়ে ফেলেছি, ১০ বছর পার হয়ে গেলো কিনা, চাকরীটা পেলে এবার ওকে বিয়ে করে নিব,
ও নিয়ে আপনি টেনশন করবেননা, এই যে দেখুন পাশ আছে অনেক,
অনেক বিদ্যে আছে দাদা, মাথা ভরা, পেট ভরা, বাক্স বাক্স বিদ্যে,
ওতে আপনার পুষে যাবে,
এই কে আছিসরে, পাগলটাকে কিছু খাইয়ে দে, মনে হয় অনেকদিন পেটভরে খায়নি,
আহারে বেচারি, মনে হয় চাকরীর আশায়ই পাগল হয়ে গেছে,
দাদা চাকরী হবে দাদা, এই যে দেখুন সার্টিফিকেটগুলো, পাশ আছে অনেক..…..…..….…