অবশেষে,
সেই পিছনে ফিরে গিয়ে আমার জিগ্যাসু তোমায়,
আগের মতই তুমি মুখাবয়ব দেখে বুঝে নিলে,
কি ভাবছ?
কেন এত শুকনো মাংসপোড়া হয়ে উঠলুম?
কিন্তু তুমিতো বেস আছো বলেই জানতাম,
কি ফ্যাকাশে হয়ে গেছে তোমার অক্ষি কুট,
যেনো মেঘলা আকাশে জমে থাকা বহুদিনের কঠিন জল,
হ্যা যা দেখছ সবই অন্তর্দাহের ছাপ,
হৃদয়টা মরে গেছে অনেক আগেই, ভাবিয়েছে যে কিনা, তাই বেঁচে গেছে খানিকটা,
অবশিষ্টটুকু শুধু কারো অপেক্ষায় জমে আছে,
কাউকে দেখাইনি আজ বহুবছর, নিজেও তার দেখা পাইনি, কি কান্ড দেখো ঝড়ে গেল অবলীলায়,
এভাবে তোমায় দেখবো ভাবিনি,
সেই তুমিটি আজ কি হয়ে গেছ,
যে হাতে সুচিতৃত কারুকার্য গর্ব পেত ,
আজ শুকিয়ে গেছে তা বর্নহীন প্রয়ান রেখায় নবচীত্রে,
তোমার কেশকবরী হারিয়ে গেছে,
হারিয়ে গেছে মধুমাসের মতন কাটখট্টায় আর বাদল বিষন্নে যেন,
তোমার বলায় কম ছিল, দেখতে পাওনা বুঝি?
আজও ফুটলেনা তুমি কেমন অন্ধ?
কাছে এসো, এসে দেখ এই বুকটাতে,
অনেক জ্বলে জ্বলে শুধুই মাংসের গন্ধ