এ ভালবাসা হারায়নি, আজও সন্ধা তারাটি জ্বলছে,
আমি এখনো অদৃশ্য হইনি,
তুমি ফের ভালবাসতে চেষ্টা কর,
মেঘ বসন্তে তোমায় বরন করা হবে,
আকাশের রং যখন লাল হয়ে যায় তখন আর দুপুর থাকেনা,
দুঃখ থাকবেই, তাই বলে প্রভাত থেমে থাকেনা,
তুমি চাইলেই বসন্তকে দেখতে পাবে রোজ রোজ,
তুমি মৌসুমের তোয়াক্কা করোনা,
এক ফোটা রক্ত জমতে অনেক ব্যয় হয়,
ধ্বমনিতে প্রতিনিয়ত একটি নাম প্রবাহিত হয়,
রক্ত শোষিত হয়,
দেখ কি অদ্ভুত , সে নাম ধ্বমনিকে সচল রাখে তবু,
ভালবাসার পরিবর্তন নেই,
আর ভালবাসাটা বোঁটার ফুল নয় যে তুমি চাইলেই তাকে ছিড়ে, মাটিতে ছুড়ে মারবে,
ভালবাসা নিঃশেষ হয়না,
দিন বদলায়, রাত বদলায়, গোধুলির রং বদলায়,
ভালবাসার ধর্ম নেই, সে বদলায়না,
তুমি ফের ভালবাসতে চেষ্টা কর,
তুমি চাইলেই পাথরেও ফুল ফুটবে একদিন,
ভালবাসা অসমাপ্ত , অবিসংবাদিত , চির কিংবদন্তী এক।