চোখ আছে যার তার থেকেও
অন্ধ চোখের দাম বেশি
একটুখানি দ্বিমত হলেই
হয়ে গেলাম ভিনদেশি


চর্চা রীতির খরচা ভীতি
আশির্বাদই ছু-মন্তর
দিনশেষে সব হিসেব চুকে
ব্যাতিক্রমেই অবান্তর


রক্ত একই রঙও একই
প্রশ্নটা ঐ সূচকেই
বিতর্কে আর কি আসে যায়
দাগতো লাগে বিবেকেই


আমি শুধু রোদটা দেখি
দেখিনা তার রশ্মিকে
দু-চার কলম লিখে দোষী
শব্দ দূষন বাতিকে


যার যে যেমন চলছে তেমন
আড়াল করে লাভ আছে?
সত্য কি আর গোপন থাকে?
সবারইতো চোখ আছে


দরজা-জানলা খোলা রেখে
মুখটা আঁটার কি দরকার?
মুখোশ পড়ে হাত পাতা আর
মুখোশ ছাড়াও সমান তার


রাজনীতি আর কাজনীতিতো
অভাবীকে খোঁজেনা
নিষ্পেশনে জর্জরিত
পেটনীতিতো বোঝেনা।