আমি ছিন্ন মুকুল দিনের আলোয় আঁধার হয়ে রই
আমি চোখের জলে মনের কথা কই
আমি কাঁদলে হাসে সূর্য ভয়ে চুপটি মেরে রই
আমি চোখের জলে মনের কথা কই
ভ্রমে আঁধার মনের ছবি আঁকি
ব্যথার ফুলে মালা গাঁথি
শিশির ঝরা প্রভাত বেলার
আভা হয়ে রই
চোখের জলে মনের কথা কই
.
যখন দিনের আলোয় সূর্য হাসে খুব
আমি ছিন্ন মনের গহীনে দেই ডুব
এই হৃদয় কাঁদে হায় জানেনা কেউ
আমি ভরা নদীর প্রতিচ্ছবির ঢেউ
তবু ভুলো মনের স্বপ্ন দেখি
ক্ষনেই আবার জেগে উঠি
ছেঁড়া পাতার চিত্র আমি
জীবনতো আর নই
চোখের জলে মনের কথা কই
আমি চোখের জলে মনের কথা কই
.
আমি বাঁধলে গীতি বিধুর বনসুর
বীনায়, বেজে ওঠে মন যে ব্যথাতুর
জানি জ্বাললে প্রদ্বীপ নিভে যাবে তা
আমি অন্ধকারের ব্যথার কবিতা
তবু প্রভাত হলেই চোখ মেলে চাই
ভাঙা স্মৃতির টুকরো সাজাই
ফেলে আসা রাতের যত
দুঃখ ভুলে রই
চোখের জলে মনের কথা কই
আমি চোখের জলে মনের কথা কই