আমি নগন্য এক,
লক্ষ শুক্রানুর ভিড়ে প্রতিযোগী জয়ী হাতে পেয়েছি বিদ্ধংসী বিংশের রক্তাক্ত ক্রেস্ট ,
ঘুমহারা এ চেতনায় লহুর মালা পড়িয়েছো আর্তনন্দিত যত আবাল-বৃদ্ধবনীতা,
আমি সামগ্রিক,
নিজেকে খুঁজে পেয়েছি সকল ধর্মমত পেড়িয়ে মানবিকতার পিত্তে,
এ বুকে ভিষন অভিমান,
জন্মের, নিষ্ঠার, প্রতিষ্ঠার অভিমান,
আমি সামাজিক,
তবু হৃদয়ের মাঝেই সাধন আমার,
গড়েছি কোটি আলোকবর্ষের কৃত্তিবাস