প্রিয়তমা বধু
জীবনকে উপভোগ করতে চলো দু:খ-কষ্টকে রঙিন করে তুলি
তুমি এক তরফা সুখকে কখনো একান্তই কাম্য করোনা
ভেবে দেখো
সুখ অর্জন করার চেয়ে দু:খকে লালন করে তুমি ফতুর হয়ে যাওনি
দিন বদলাবে
সুচতুর এসব স্বার্থবাদী সম্পর্ক তোমাকে বিন্দু মাত্র স্বস্তি দেবেনা
আমরা যা ভাবি সেটাই যে স্বার্থক হতে হবে এতোটা স্বৈরাচারী হয়ে যেওনা
আমাকে কষ্ট অবলম্বনের সময়টুকু দাও
আমি তোমাকে ভালোবাসার কথা বলতে চাইনা আপাতত
ভালোবাসা বলাটা অতোটা কঠিন নয়
তবু সে শব্দ আমাকে অচেতন করে দেয় রীতিমতো
তবে আমি বলতে পারি তোমাকে আদৌ কষ্ট দেইনি
তুমি ভেবে দেখো কতোটা হাস্যোজ্জল তুমি এখানে
আমি বরং এভাবেই বলতে পারি
আমি লাগামহীন নই
অনেক ক্ষেত্রেই তোমার আত্মবিশ্বাসের কাছে আমার হীনমন্যতা হেরে যায়
একদিন তুমি দেখে নিও
তোমার অভিজ্ঞতার ঝুলি তোমাকে অতোটাই পরিনত করবে
যতোটা একজন সাপুড়ে হাসতে হাসতে বিষাক্ত কাল কেউটের কপালে চুমু খেতে দ্বিধাবোধ করেনা
তবে কি ভয় আছে অবহেলিত হওয়ার যন্ত্রনায়?
তুমি একথাই বলতে শেখার চেষ্টা করো
আমরা ভালো আছি
আমরা তিনমুঠো খেতে পারছি
আমাদের বস্ত্র আছে
আমাদের মানুষের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়না
আমাদের অধিকার আদায়ে মাঠে নামতে হয়না
আমাদেরকে অন্যের চোখে অভিশপ্ত হতে হয়না
তুমি আমি একই সূচ্যগ্রে
আমরা বৃহস্পতির তুঙ্গে যেতে চাইনা
আমাদের কক্ষপথ পরিবর্তিত না হোক
আমাদের ভালোবাসাটা বেঁচে থাকুক অবিরাম।