আমি বদলে দিব দিক
আমার ব্যাথা নান্দনিক
আমি প্রত্যয়ী চির কল্যানকামী
আপনার বিপরীত
আমি ভেঙে দিব মায়াজাল
যত স্নায়ুবিক হরতাল
আমি হাহাকার কাম কর্তনকামী
অভিশাপ বিধাতার
জুড়ে মস্তক যত লহু উল্লাসে
অমানুষ মিশে আত্ম বিলাসে
কোষে কোষে পুনঃ ফিরে ফিরে আসে
দুঃখের অবতার
আমি জীবন দেখেছি দেখিনিকো আলো
সীমাহীন এ আঁধার
আমার চোক্ষের জলে ডুব
মিশে ভাগ্যের অভিরুপ
আমি বসন্তে দেখি রক্ত দুচোখে
চৈত্রের কিংশুক
এই আগুন ঝরানো কাল
আমি চিরায়ত সমকাল
আছি রন্ধ্রে রন্ধ্রে দুঃখ বিষাদে
পার্থিব জঞ্জাল।